সামাজিক দুরত্ব বজায় রেখে পানছড়িতে ত্রাণ বিতরণ

fec-image

পানছড়ির গরীব, দুস্থ ও মেহনতিদের জন্য ত্রান নিয়ে ছুটছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। করোনা ভাইরাস সংক্রামনের কারণে যান চলাচল সীমিত এবং দোকান পাট বন্ধ হওয়ার প্রেক্ষিতে গরীব, দুস্থ ও মেহনতি মানুষের জীবিকা নিশ্চিত করণের লক্ষ্যে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখেই সবকটি স্থানে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ হচ্ছে।

জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড প্রতি দশজনকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ৪৫০ জনের তালিকা করে এরই মাঝে বিভিন্ন ইউপির ২০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। যার মাঝে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবণ ও ১টি করে ডেটল সাবান ছিল।

উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাস সংক্রামন বন্ধ না পর্যন্ত গরীব, দুস্থ ও মেহনতি মানুষের তালিকা পাওয়া সাপেক্ষে কার্যক্রম চলমান থাকবে। তবে কিছু কিছু এলাকায় নিম্নবিত্তরা এ ত্রানের আওতায় আসেনি বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপার সংশ্লিষ্টরা সঠিক তদন্তের জন্য ইউএনওর সু-দৃষ্টি কামনা করছে। এদিকে পানছড়ি বন্ধু কল্যাণ সমবায় সমিতির উদ্যেগেও ৫০টি পরিবারে মাঝে ত্রান বিতরণ করা হবে বলেও জানালেন সমিতির সম্পাদক বোরহান উদ্দিন বাবু।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ, সামাজিক নিরাপত্তা দুরত্ব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন