সামান্য বৃষ্টিতেই বেহাল কক্সবাজার: সড়ক ও ড্রেনের ময়লা আবর্জনা দোকানে

fec-image

সামান্য বৃষ্টিতেই বেহাল কক্সবাজার শহর। সড়ক ও ড্রেন প্লাবিত হয়ে ময়লা আবর্জনা ও নোংরা পানি ঢুকে পড়েছে দোকানে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা নাগাদ জমে আছে বৃষ্টির পানি। দিনভর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে ব্যবসায়ী ও পথচারীদের। বিশেষ করে, শহরের বৃহত্তর বার্মিজ মার্কেট এলাকার করুণ অবস্থা চোখে পড়ার মতো। ড্রেনের আবর্জনা প্লাবিত হয়ে ঢুকে পড়েছে দোকানপাটে। তাতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সড়কের উন্নয়ন কাজে সমন্বয়হীনতা ও ধীরগতির খেসারত দিচ্ছে পৌরবাসী, এমনটিই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া বার্মিজ মার্কেটে গিয়ে দেখা যায়, প্রত্যেকটা দোকানে পানি ঢুকেছে। জমা হয়ে আছে ময়লা-আবর্জনা। কেউ দোকান পরিষ্কার করছেন। আবার কেউ পানি আর মালামাল সরাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন- ফরমান উল্লাহ, মো. ইসমাইল, মীর কাশেম, সাইদুল ইসলাম ছোটন, রফিকুল ইসলাম, এবাদুল্লাহ, আবদুল করিম, মো. এমরান, শওকত আলম, নেজাম উদ্দিন, ফারুক, দেলোয়ার হোসেন, রিফাত, শাহজাহান, শাহেদ, বদিউল আলম, গিয়াস উদ্দিন, কাজি রফিকুল ইসলাম।

আবু সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বলেন, বৃহত্তর বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ীরা কঠিন সময় পার করছে। সামান্য বৃষ্টি হলেই সড়ক ও ড্রেনের ময়লা আবর্জনাযুক্ত পানি সোজা দোকানে ঢুকে যায়। হাঁটাচলা করাও কঠিন। তাদের দুর্ভোগের শেষ নেই। দুর্দশা দেখার কেউ নেই।

বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যকর সভাপতি মুছা কলিম উল্লাহ বলেন, করোনার কারণে দীর্ঘদিন দোকানপাট বন্ধ ছিল। ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিগত দুই বছর ধরে তারা করুণ অবস্থায় রয়েছে। এরই মাঝে সড়কের উন্নয়নের নামে যে অবস্থা তৈরি হয়েছে, তা যেন মরার উপর খাড়ার ঘা। সামান্য হলেই ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ থাকে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন