parbattanews

সাম্প্রতিক গুজব ও সমসাময়িক বিষয় নিয়ে খাগড়াছড়িতে সচেতনতামূলক সমাবেশ

সাম্প্রতিক গুজব ও সমসামিয়ক বিষয় নিয়ে খাগড়াছড়িতে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুলাই) সকালে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশীং ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

এসময় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, পৌর মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির জেলা আহ্বায়ক সুদর্শন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সভা থেকে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে গুজব ছড়িয়ে দেশের পরিবেশ নষ্ট করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। গুজবে কান না দিতে, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোন তথ্য থাকলে পুলিশকে জানাতে কিংবা ৯৯৯ এ কল দিতে অনুরোধ জানান।

Exit mobile version