সাম্প্রদায়িক অপশক্তির অবরোধের নামে উস্কানি বন্ধ করার আহ্বান পিসিএনপি’র
ইত:পূর্বে রাঙামাটির পূর্ণিমা চাকমাকে উপজাতি যুবক কর্তৃক ধর্ষণ করে হত্যা করা এবং সম্প্রতি চায়না নিয়ে যাওয়ার প্রলোভনে বাঘাইছড়ির এক চাকমা মেয়েকে ধর্ষণ করে ঢাকায়-চীনা নাগরিক জি সেন ওরফে ড. সেন (৫৮) ও তাঁর সহযোগী হিরা চাকমা (২৫) এসব ঘটনায় রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে।
রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে ষড়যন্ত্রমূলকভাবে দেয়া ধর্ষণের অভিযোগে আগামীকাল বুধবার পার্বত্য চট্টগ্রামের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মদদপুষ্ঠ সংগঠন হিল উইমেন্স ফেডারেশন কর্তৃক তথাকথিত অবরোধ ডাকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এক যৌথ বিবৃতিতে বলেন, বিচারাধীন একটি মামলায় সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রভাব বিস্তারের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিতে আব্দুর রহিম নামের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তিনি দোষী হলে আইন অনুযায়ী তার সাজা হবে এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক ব্যবস্থা হবে। কিন্তু ইউপিডিএফ আইনের কাজকে নিরপেক্ষতার সাথে করতে বাঁধা প্রদানের জন্য সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তারা কিছু অতি উৎসাহী সংবাদকর্মীদের ভুল তথ্য সরবরাহ করে একটি সাজানো মামলাকে সাম্প্রদায়িক মনোভাব থেকে ভিন্নখাতে নিয়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে।
আইনের কাজে বাঁধা প্রদান করতে জেএসএস ও ইউপিডিএফ তারা বিভিন্ন উপজাতীয় ছাত্র ও মহিলা সংগঠনকে দিয়ে বিক্ষোভ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে পালন করিয়েছে, আগামীকাল বুধবার অবরোধের ডাক দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখা।
রাঙামাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সড়ক ও নৌ পথে এই অবরোধের আহ্বান করেছে।
পিসিএনপি নেতৃবৃন্দরা বলেন, আমরা এই অবৈধ উস্কানিমূলক অবরোধ ডাকায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে উস্কানিমূলক বাঙালি বিদ্বেষী কর্মসূচি পালন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে বলেন যারা আজকে উস্কানি দিচ্ছে তারা ইত:পূর্বে রাঙামাটি শহরের কে কে রায় সড়কে পূর্ণিমা চাকমাকে যখন উপজাতি যুবক কর্তৃক ধর্ষণ করে হত্যা করা হয়েছিল এবং সম্প্রতি চায়না নিয়ে যাওয়ার কথা বলে বাঘাইছড়ির এক চাকমা মেয়েকে ধর্ষণ করে ঢাকায়-চীনা নাগরিক জি সেন ওরফে ড. সেন (৫৮) ও তাঁর সহযোগী হিরা চাকমা (২৫) এসব ঘটনায় রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে। অথচ আজকে সাম্প্রদায়িকতা বিবেচনায় আব্দুর রহিমের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে। এভাবে উস্কানিমূলক কর্মসূচি পরিচালিত করলে পিসিএনপি পার্বত্য চট্টগ্রামের আপামর শান্তিপ্রিয় জনতাকে নিয়ে উপজাতীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি দেন।