সারা দেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু
সারা দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তরের দেওয়া তথ্যমতে, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টির মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
১১টি থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। বলা হয়েছে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্য সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
Facebook Comment