সার্কের শুভেচ্ছা দূত হচ্ছেন রুনা লায়লা
খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সার্কের এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করার চিঠি দেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার বিকেলে রুনা লায়লার হাতে এ চিঠি তুলে দেবেন। সার্কের শুভেচ্ছা দূত হিসেবে তিনিই সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে মনোনীত হয়েছেন। গত জানুয়ারিতে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে এক সভায় বাংলাদেশের রুনা লায়লা, ভারতের অজয় দেবগন ও পাকিস্তানের শারমিন ওবায়েদ-চিনয়কে এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত করা হয়।
এইচআইভি/এইডস বিষয়ক সাকের্র শুভেচ্ছা দূত কর্মসূচির সূচনা হয় ২০০৮ সালে। তখন ভারতের খ্যাতনামা অভিনেতা শাবানা আজমিকে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। বিশ্ব ব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত যার ৬০ শতাংশই বাস করে ভারতে।