সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪

fec-image

মধ্য ইউরোপের দেশ সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। গতকাল ১ নভেম্বর এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিক।

বিবৃতিতে ইভিকা দাদিক বলেছেন, কংক্রিটের তৈরি ছাদটি হঠাৎ করে ধসে পড়ার অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজন এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। হতাহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

সার্বিয়ার রেলওয়ে বিভাগ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ওই স্টেশনটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল। তবে স্টেশনের একটি অংশে সংস্কার হয়নি। সেই অংশটিরই ছাদ ভেঙে পড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিক এক শোকবার্তায় রেল বিভাগকে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শোকবার্তায় রেল বিভাগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এটি শিউরে ওঠার মতো একটি দুর্ঘটনা এবং যাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে।”

হতাহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সার্বিয়ার সরকার।

সার্বিয়ার প্রতিবেশী দেশ মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট আন্দ্রিজা ম্যানডিক সার্বিয়ার প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোকবার্তায় বলেন, “নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনা জানানোর ভাষা আমার জানা নেই।”

সূত্র : রেডিও ফ্রি ইউরোপ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন