সালমান খান ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

fec-image

সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করে পাকিস্তানে নিষিদ্ধের খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এবার সালমান খান ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান সরকার।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে মন্তব্য করায় সালমান খানকে নাকি দেশের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে ‘সন্ত্রাসের সহায়তাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও স্বরাষ্ট্র বিভাগের গেজেটে সালমান খানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির বিষয়ে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক বহুদিনের। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে গিয়ে এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি তামিল, তেলুগু, মালয়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বলিউড, সালমান খান, হিন্দি সিনেমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন