parbattanews

সালিশে ডেকে দুই শ্রমিকের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

নিজ বাড়িতে সালিশ বৈঠকে ডেকে নিয়ে দুই শ্রমিকের হাত গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রোর বিরুদ্ধে।  তবে এমন অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান ভূট্টো।

শনিবার সকাল থেকে এর প্রতিবাদে ৫টি শ্রমিক সংগঠনের ব্যানারে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এর প্রতিবাদে আজ বিকেলে প্রতিবাদ সভাও ডাক দিয়েছে শ্রমিক নেতারা। ওই প্রতিবাদ সভা থেকে আরো কঠোর কর্মসূচীর ডাক আসার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আহত মরিচ্যা খুনিয়া পালং সিএনজি ফোর স্টোক, টমটম চালক সমিতির সভাপতি জাফর আলম জানান, সম্প্রতি সড়কে চলাচল অবস্থায় একটি মাইক্রোবাস ও সিএনজি দুর্ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার সকালে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো তার বাড়িতে শালিস বৈঠকের আহ্বান করেন।

তার আহ্বানে আমার নেতৃত্বে শ্রমিক নেতারা তার বাড়িতে উপস্থিত হলে চেয়ারম্যান ভুট্রো আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাফর আলম ও সিএনজি চালক ইউনুস গুরুত্ব আহত হয়।

এদিকে এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মরিচ্যা, কোটবাজার, উখিয়া, রামু ও লিংকরোড এলাকার সিএনজি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে স্থানীয়দের দূর্ভোগ সৃষ্টি হয়েছে।

অপরদিকে এই ঘটনা নিয়ে শুক্রবার রাতেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Exit mobile version