parbattanews

সিএনজি সেবা ফ্রি দিচ্ছে পানছড়ির মুক্তা লাইব্রেরী

নোবেল করোনা (কোভিড-১৯) ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে পানছড়ির সর্বস্তরের জনগন। কিন্তু এরই মাঝে ব্যক্তিক্রমী সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে পানছড়ি বাজারস্থ মুক্তা লাইব্রেরীর সত্ত্বাধিকারী নেয়ামত উল্লাহ রিপন।

হোম কোয়ারেন্টাইনে থাকা রোগী বা তার পরিবারের কেউ শারীরিক অসুস্থতা রোধ করলে ফোন দিলেই সম্পুর্ন বিনা খরচে মিলবে সিএনজি সেবা।

তিনি জানান, চব্বিশ ঘন্টা ০১৫১৬১৯৫৫০৩ নাম্বারে কল করলে ২৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পাবে এ সেবা।

নেয়ামত উল্লা রিপন একজন স্কুল শিক্ষক। পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মো: আবু তাহেরের বড় ছেলে রিপন জানায়, আমি নিজেই সিএনজি চালকের ভুমিকায় রয়েছি।

জীবাণুনাশক স্প্রে গাড়িতে নিয়মিত ব্যবহার করছি এবং গাড়িতেই রেখেছি তাছাড়া প্রতিরোধমূলক পোশাকও ব্যবহার করছি। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা জানান, এ মুহুর্তে এটা খুবই প্রশংসনীয় উদ্যেগে। আমাদের জন্য একটি বাড়তি বেনিফিট। তার নিজের নিরাপত্তার বিষয়ে ভালোভাবে ব্রিফিং করা হবে বলে জানান তিনি।

Exit mobile version