parbattanews

সিঙ্গাপুরে আরাকান আর্মির ছয় সমর্থক গ্রেফতার

সিঙ্গাপুরে বসে মিয়ানমারের একটি বিদ্রোহী গ্রুপের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করার দায়ে মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেফতার করেছে সিঙ্গাপুরের পুলিশ।

এ সব ব্যক্তি আরাকান আর্মির (এএ) পক্ষের সমর্থন জোগাড়ের চেষ্টা করছিলো। এরা সিঙ্গাপুরের নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় উল্লেখ করে। মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যের স্বশাসনের জন্য লড়াই করছে এএ। আটককৃতদের বহিষ্কার করা হবে বলেও মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের মিডিয়ায় উল্লেখ করা হয় যে সিঙ্গাপুরে আরাকান এসোসিয়েশনের ছয় নেতাকে তাদের কম্পিউটার ও মোবাইল ফোনসহ পুলিশ আটক করেছে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এএ রাখাইন ও চিন রাজ্যে বৃহত্তর স্বায়ত্বশাসনের জন্য লড়ছে। মিয়ানমার সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা দিয়েছে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতরা আরকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের পক্ষে সিঙ্গাপুরে মিয়ানমারের নাগরিকদের মধ্যে সমর্থন আদায়ের চেষ্টা করছিলো।

Exit mobile version