সিন্দুকছড়ি জোন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্রসহ আর্থিক সহায়তা প্রদান


সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল কাজী মো: কাওসার জাহান পিএসসি জি বলেছেন ,পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে ১৪ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃংখলা রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ও অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান, গরিব ছাত্রছাত্রীদের মাঝে সহায়তাসহ ও আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে গরিব অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নগদ টাকা, ঘরের জন্য টিন বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও গুইমারা সরকারি কলেজে ল্যাপ্টপ বিতরনকালে জোন অধিনায়ক এসব কথা বলেন।
এসময় জোন উপ অধিনায়ক মেজর ফজলে রাব্বী, গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জোনায়েত বিন কবির জি ক্যাপ্টেন মো: নাছির, ক্যাপ্টেন মো: শরিফসহ জোনের দায়িত্বরত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।