parbattanews

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ ২০১৫ সালে ধোনির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বাগতিকরা ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছিল। আবারও সাত বছর পর ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। এবার টানা দ্বিতীয় সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দুই দলেই আনা হয়েছে পরিবর্তন। বাংলাদেশ দলে আজ খেলা হচ্ছে না হাসান মাহমুদের। তার জায়গায় এসেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের দলে পরিবর্তন দুটি। ফিরেছেন অক্ষর প্যাটেল। তার জায়গায় বাদ পড়েছেন শাহবাজ। কুলদীপ সুস্থ না থাকায় তার জায়গায় পেসার উমরান মালিক একাদশে স্থান পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

Exit mobile version