সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ


টানা তৃতীয় ম্যাচে এসেও টস হারলো বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম টস জিতে তৃতীয়বারের মতো প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলকে।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৯১ রান। জবাবে ১৬৪ রান করেছিল আরব আমিরাত। বাংলাদেশ জয় পায় ২৭ রানে। দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২০৫ রান। কিন্তু এবার হেরে যায় টাইগাররা। আরব আমিরাত জয় পায় ২ উইকেটে।
আজকের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মূলত সূচিতে ছিল না। পরে দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বাড়ানো হয়। সে হিসেবে আজ সিরিজ নির্ধারণী লড়াই। বাংলাদেশকে আজ আরব আমিরাতের বিপক্ষে নামতে হচ্ছে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।