সুইডেন চাকমার বিচার ও পার্বত্য উপদেষ্টার অপসারণের দাবিতে মাটিরাঙ্গায় মানববন্ধন
মহান আল্লাহ ও রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি করার অপরাধে সুইডেন চাকমার বিচার
এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারেণের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মাটিরাঙ্গায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের দুুইপাশে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলন ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ সমাবেশ করা হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাটিরাঙ্গা উপজেলা শাখার পক্ষে মো. ফয়জুল্লাহ, ইসলামী আইন গবেষণা পরিষদের পক্ষে মুফতী আলমগীর হোসেন হাবীবী, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষে মাওলানা মো. আবুল খায়ের, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষে হাফেজ মো. ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে ডা. মো. আনোয়ার হোসেন, ইমাম, ওলামা কল্যাণ সমিতির পক্ষে কাজী মো. সলিম উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মুসলমানদের ’অ-পাহাড়ী’ বলে অবমাননামূলক বক্তব্য প্রদান করে মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিবর্তিত বাংলাদেশে পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হয়ে বৈষম্য সৃষ্টি করে পদে থাকার অধিকার তার নেই। তাই তাকে অপসারণের দাবি জানানো হয়।
একই সাথে পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা বন্ধে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও মাটিরাঙ্গায় একটি স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানান বক্তারা।
অপর দিকে মহান আল্লাহ ও আল্লহর রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি করা কুলাঙ্গার সুইডেন চাকমাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সুইডেন চাকমা মহান আল্লাহ ও আল্লার রসুল (সা.)কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। তাকে গ্রেফতার করা না হলে বৃহত্তর চর্মসূচির হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।