parbattanews

সুস্থ সাংবাদিকতার জন্য উদ্দেশ্যমূলক সংবাদ পরিহার করুন: এমপি দীপংকর তালুকদার

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সুস্থ সাংবাদিকতা চর্চার জন্য উদ্দেশ্যমূলক সংবাদ পরিহার করুন।। বর্তমানে শিক্ষিত তরুণরা এ পেশায় আসায় সংবাদমাধ্যমের গতিপথ পরিবর্তন হচ্ছে।

এমপি আরও বলেন, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল এলাকায় সাংবাদিকদের সহায়তার পরিমাণ বাড়াতে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করা হবে।

বুধবার (৭ এপ্রিল) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মিলনায়তনে রাঙামাটিতে কর্মরত সিনিয়র অসুস্থ সাংবাদিকদের সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এর পরিচালনায় এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিয়া খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলায় কর্মরত অসুস্থ্য সাংবাদিক দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে’ কে এক লাখ টাকা, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিয়া খানকে এক লাখ টাকা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমাকে পঞ্চাশ হাজার টাকা, বাসসের নিজস্ব প্রতিবেদক জহুর আহম্মেদকে পঞ্চাশ হাজার টাকা এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি একেএম মকসুদ আহম্মেদকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

Exit mobile version