সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে শিক্ষা উপকরণ বিতরণ

fec-image

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে বুধবার (২৭ জুলাই) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যালি পরবর্তী কেক কাটা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সাবেক ছাত্রনেতা স্বপন দাশ, মঞ্জুরুল হাসান মনজুর, ছাত্রনেতা ইয়াকুব আলী ইমন, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা মো. নুরুল আজিম, শহর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন, সাবেক সাবেক ছাত্রনেতা আবিদ কাসেম, এ আর মোবারক হোছেন, সাবেক ছাত্রনেতা হেদায়েত উল্লাহ বাবুল, দিদারুল আলম, কায়সার হামিদ নয়ন, নেজাম উদ্দিন, মো. শওকত হোছাইন, রাশেদ আলী, মোহাম্মদ ফরহাদ, তাহসিন হাসান, মিনহাজ, বাধন সরকার, আঁখি, মো. ওসায়েদ সজীব, তাহসিন, মাঈন উদ্দিন সিকদার, রায়হান, ইসমাইল সোহাগ, দিদারুল আলম দিদুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মোরশেদ হোসাইন তানিম বলেন, ১৯৯৪ সালে এই দিনে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আ.ফা.ম বাহাউদ্দিন নাসিম।

প্রতিষ্ঠার পর থেকে দেশের নানান সংকট, প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সংগঠনের কর্মী হওয়া গৌরবের বিষয়।

তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০২৩ সালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে গ্রামের সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে কাজ করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, প্রতিষ্ঠাবার্ষিকী, শিক্ষা উপকরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন