সেতু ভেঙ্গে বান্দরবান-রুমা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

fec-image

অতিরিক্ত মালবোঝাই ট্রাকের চলাচলে সেতু ভেঙ্গে বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান থেকে অতিরিক্ত ওজনে মাল বোঝাই করে আসার ট্রাকটি রুমা উপজেলায় খক্ষ্যংঝিরি এলাকায় বনবিভাগের রুমা রেঞ্জ কার্যালয় সংলগ্নে বেইলী সেতুটি নীচের আড়াআড়ি বীম ভেঙ্গে পাটাটন খুলে ছিটকে যায় ।

তবে ট্রাকটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হলেও সেতুর পাটাতন ছিটকে অন্যত্র সরিয়ে গেছে।

এঅবস্থায় বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বান্দরবান- রুমা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাস সার্ভিস লাইনম্যান লুপ্রু মারমা বলেন, রুমা থেকে সকাল সাড়ে সাতটার প্রথম বাস পাড় হবার পর আর কোন বাস পাড় করতে পারেনি। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে বাস ছাড়া বন্ধ রাখা হয়নি। রুমা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো ভাঙ্গন সেতুর এপারে থামে। আর বান্দরবান থেকে ছেড়ে আসা যাত্রীদের বাস ভাঙ্গন সেতুর ওপারে থেমে ভাঙ্গন সেতু এলাকার পায়ে হেঁটে পার করে আবারও বাসে উঠে গন্তব্য স্থানে পৌঁছে গেছে বলে জানিয়েছেন লাইনম্যান লুপ্রু মারমা।

সকালে বান্দরবান থেকে আসা এক যাত্রী নাম মাসাবু (৩৫)। তিনি জানান, এক ছেলে এক মেয়ে নিয়ে বান্দরবান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসে এসেছি। কিন্তু সে তো ভাঙ্গন এলাকা পৌঁছার পরে বাস থেকে নেমে যেতে হয়েছে। ওই সময় দুই সন্তানকে কোলে নেব নাকি জিনিসপত্র বহন করব, এই নিয়ে অবর্ণনীয় কষ্টের হতে হয়েছে। সেখানে নেই কোন মালামাল নিয়ে যাওয়ার লেবার। তার মতো অসংখ্য যাত্রী তার মতন ভোগান্তিতে ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

তবে সেনাবাহিনীর ২৬ এসিবি এক কর্মকর্তা জানান, যান চলাচলের সুবিধার্থে ভাঙ্গন সেতুটি মেরামতে জন্য দ্রুত কাজ শুরু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন