সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

fec-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

সেনাসদস্যরা সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।

বিকেলে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবাররা, দেশের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা সেনাপ্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সূত্র : বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সেনাপ্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন