parbattanews

সেনাবাহিনীর খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে বুধবার (১২ মে) সকালে গুইমারা সরকারী কলেজ মাঠে ৪’ শতাধিক পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে আগামীতেও এধারা অব্যহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর রকিবুল ইসলাম, মেজর মো. তাজুল ইসলাম, মেজর মোহাম্মদ পারভেজ, মেজর মো. মাহমুদুল হাসান, মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরী’সহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version