parbattanews

সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

লংগদু জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৯

‘শান্তি সম্প্রীতি উন্নয়ন’ এই স্লোগানে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল প্রতিযোগিতার-২০১৯ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, জোনের সেনা কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ উপস্থিত থেকে শান্তির পায়রা উড়িয়ে এই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবু নাছির, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, বগাচতর ইউপি চেয়াম্যান আব্দুর রশিদ, খেদারমারা ইউপি সন্তোষ কুমার চাকমা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগীতায় সেনা জোনের অন্তর্ভুক্ত আটটি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় লংগদু ইউনিয়ন একাদশ বনাম গুলশাখালী ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে লংগদু ইউনিয়ন একাদশ ৩-০ গোলে গুলশাখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের সূচনা করে।

এই প্রতিযোগিতার ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম লংগদুতে আগামী ৫ আগষ্ট অনুষ্ঠিত হবে।

Exit mobile version