parbattanews

পাহাড়ের শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা

খাগড়াছড়ির জোনের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় বাংলাদেশ সেনাবাহিনীর  সিন্দুকছড়ি জোনের পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজি।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রশিদ, সিন্দুকছড়ির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হ্যাপি বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেনসহ প্রমুখ।

এ সময় জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসিজিকে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্যবাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরে আলোচনা করেন।

সবশেষে গুইমারা থানার ভারপ্রাপ্ত ওসি মো. রশিদকে জোন কমান্ডার বিদায় সংবর্ধনা জানান।

Exit mobile version