parbattanews

সেনাবাহিনী পাহাড়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরলসভাবে কাজ করছে: ব্রি.জে.হামিদুল হক

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার হামিদুল হক বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য পার্বত্য অঞ্চলে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, পাহাড়ে সেনাবাহিনী সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং  সেনাবাহিনী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।

মঙ্গলবার(১ জানুয়ারি) দুপুরে ব্রিগেড সদরে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক জেলা সদরের উত্তর ইসলামপুর রামনী পাড়া বায়তুল ইজ্জত পাঞ্জেগানা মসজিদের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. রফিকুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আব্দুল জলিল প্রমুখ।

উল্লেখ, বিগত বিভিন্ন সময় রিজিয়নের উদ্যোগে মসজিদ ছাড়াও বিভিন্ন মন্দির, কিয়াং ঘর এবং পুজা মন্ডপেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Exit mobile version