parbattanews

সেন্টমার্টিনের পশ্চিমে ট্রলার ডুবিতে নিহত ৩, নিখোঁজ ৯

সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ভেঙ্গে গিয়ে এফবি মিনসন্ধানী নামের একটি ফিশিং ট্রলার ২৪ জন জেলেসহ ডুবে গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌবাহিনীর অপর একটি জাহাজ অপরাজেয় দ্রুততার সাথে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জন জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বুধবার (৬ নভেম্বর)  রাত সোয়া ১১টায় সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে দুর্ঘটনার খবর শুনেছি। তবে দুর্ঘটনা কবলিত ফিশিং ট্রলারটি কার, জীবিত উদ্ধার এবং হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি’।

Exit mobile version