parbattanews

সেন্টমার্টিনে ইয়াবাসহ চট্রগ্রামের ৫ পাচারকারী আটক

টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে ১ লাখ ছাব্বিশ হাজার পিস ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

ধৃতরা সকলে চট্রগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা। তারা হচ্ছে আবদুল মোতালেব এর পুত্র মহিদুল ইসলাম, সালেহ আহমদ পুত্র আবুল হোসেন, নুর মোহাম্মদ এর পুত্র মোহাম্মদ আবুল কাসেম, আবু তাহের এর পুত্র মোহাম্মদ ফজল করিম, ইয়াকুব আলীর পুত্র মনুর আলী।

১৬ মার্চ (বুধবার) ভোররাত দুইটার দিকে সেন্টমার্টিন থেকে পুর্ব দক্ষিণ হতে ৫ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা আসতে দেখে কোস্টগার্ড। ওই নৌকার গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড সদস্যরা থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে নৌকাটি মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে নৌকাসহ ৫ মাঝি মাল্লাকে আটক করে। পরে নৌকাটিতে তল্লাশী করে ১লাখ ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত ইয়াবা পাচারকারীরা চট্রগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা আবদুল মোতালেব এর পুত্র মহিদুল ইসলাম, সালেহ আহমদ পুত্র আবুল হোসেন, নুর মোহাম্মদ এর পুত্র মোহাম্মদ আবুল কাসেম, আবু তাহের এর পুত্র মোহাম্মদ ফজল করিম, ইয়াকুব আলীর পুত্র মনুর আলী।

কোস্ট গার্ড বিসিজি স্টেশন টেকনাফ লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা সংবাদকর্মীদের ওই তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবা গুলো মিয়ানমার থেকে সমুদ্র পথে চট্রগ্রামে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। ইয়াবাসহ জব্দকৃত নৌকাও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Exit mobile version