সেন্টমার্টিনে কাছিমের ছানা অবমুক্ত


টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার (১৫ মার্চ) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
এসব কাছিমের বাচ্চা সাগরে ছাড়ার সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আরিফ উল্লাহ নিজামী, ‘আমার সেন্টমার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বায়ক আলী হায়দার, আয়াত উল্লাহ খোমেনি, ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।