সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় এমন সিদ্ধান্ত প্রশাসনের।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রশাসন থেকে ঘোষণাটি আসে।সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী পরিবহন বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথগামী ট্রলারের টিকিট বিক্রেতা মো. জোবায়ের জানিয়েছেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার কোন টিকিট বিক্রি করে নি তারা। ফলে কোন পর্যটক সেন্টমার্টিনে যেতে পারে নি।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ছাড়বে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, পর্যটক পরিবহনে কোন জাহাজ এখনো অনুমোদন পায়নি।নতুন করে অনুমতি পেলে চলাচল করবে।বৈরী আবহাওয়ায় আপাতত স্থানীয় ট্রলার চলাচলও বন্ধ থাকবে।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার মাঝে দুই দিন আগে সেন্টমার্টিনে গিয়ে অনেক পর্যটক আটকা পড়েছে। এখনো গন্তব্যে ফিরতে পারে নি।তবে, তারা নিরাপদে রয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য হাবিব খান।