সেন্টমার্টিন যেতে এবার অনলাইনে রেজিস্ট্রেশন

fec-image

পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে এবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বীপে যাওয়ার জন্য তাঁদের দিতে হবে নির্দিষ্ট ফি। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ। এমনটাই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাধারনত নভেম্বর থেকে এপ্রিল মাসজুড়ে সেন্টমার্টিন দ্বীপে শুরু হয় পর্যটন মৌসুম। এ সময় দ্বীপটিতে পর্যটকের ভিড় বেশি থাকে। কিন্তু মৌসুমে এখন থেকে আর চাইলেই যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন। সেখানে ভ্রমণে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে এখন থেকে। এক প্রজ্ঞাপনে তেমনটিই জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার জেলা শহর থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। ১৭ বর্গকিলোমিটারের ক্ষুদ্র দ্বীপকে স্থানীয়রা বলে নারিকেল জিঞ্জিরা। দ্বীপটি একটু একটু করে তার সৌন্দর্য হারাচ্ছে। তাই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে প্রজ্ঞাপনের নিয়মকানুন বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে । তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকের সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও টেকনাফ উপজেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনলাইন, রেজিস্ট্রেশন, সেন্টমার্টিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন