সেমিফাইনালের স্বপ্ন শেষ আফগানিস্তানের


খেলা শুরুর আগে কাগজে-কলমে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার খানিকটা সমীকরণ ছিল যদিও, তবে প্রথম ইনিংস শেষেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ চারে যাওয়া হচ্ছে না আফগানিস্তানের। ভারত বিশ্বকাপে আফগান রূপকথা এখানেই শেষ।
সমীকরণটা এমন ছিল যে- আফগানিস্তানকে তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হতো ৪৩৮ রানের ব্যবধানে! অথচ প্রথম ইনিংসে আগে ব্যাট করে আফগানরা তুলেছেই মোটে ২৪৪ রান। ফলে ম্যাচ জেতা হোক কিংবা হার, এই ম্যাচ আর কোনো গুরুত্ব রাখছে না আফগানিস্তানের জন্যে।
আহমেদাবাদের বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে আফগানরা। দুই ওপেনার সাচ্ছন্দ্যে ৮ ওভার পাড়ি দিলেও এরপরই বাঁধে বিপত্তি। পরের ৩ ওভারে ৪ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। রাহমানুল্লাহ গুরবাজ ২৫, ইবরাহীম জাদরান ১৫ ও অধিনায়ক শাহিদি আউট হন ২ রানে।
রহমত শাহ ও ওমরজাই মিলে প্রতিরোধের চেষ্টা করেন। ৭৯ বলে দু’জনে ৪৯ রান যোগ করেন। রহমত ৪৬ বলে ২৬ করে আউট হলে ভাঙে জুটি। দ্রুত ফেরেন ইকরাম আলি (১২), রাশিদ খান (১৪) ও মোহাম্মদ নাবি (২)। ৩৮ ওভারে ১৬০ রানে ৭ উইকেট হারায় আফগানরা।
আফগানদের মূলত একাই টানেন আজমতুল্লাহ ওমরজাই। লোয়ারঅর্ডারদের সাথে জুটি গড়ে এগিয়ে নেন ইনিংস। তুলে নেন আসরে নিজের তৃতীয় ফিফটি। ছিলেন শতকের খুব কাছেই। তবে যোগ্য সঙ্গের অভাবে অপরাজিত থাকেন ১০৭ বলে ৯৭ রানে।
ইনিংসের শেষ বলে অলআউট হবার আগে ২৪৪ রান তুলে আফগানিস্তান। ৪৪ রানে ৪ উইকেট নেন কোয়েটজে। ২ উইকেট নেন এনডিগি ও মেহরাজ।