সেরা করদাতার সম্মাননা পেলেন বান্দরবানের অমল কান্তি দাশ
বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ ২০১৮-১৯ অর্থ বছরের সেরা করদাতার সম্মাননা অর্জন করেছেন।
বুধবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশান হলে তিনি সেরা করদাতা হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছেন।
এসময় অনুষ্ঠানে সেরা করদাতা ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।
সেরা করদাতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, দি চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহবুবুল আলম।