parbattanews

সোনাইছড়িতে ইয়াবা, মদসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাদক চোরাচালানের পয়েন্ট হিসেবে পরিচিত সোনাইছড়ি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মংখিয়াং (৪২) ও মংপ্রু মারমা (৫০)।

শনিবার বিকাল ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের মেজর মেহেদী হাসানের নেতৃত্বে অপারেশন দল।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ির জুমখোলা এলাকায় মাদক মজুদের পর পাচারের অপেক্ষায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় মাদককারবারীরা পাহাড়ে পালিয়ে যাওয়ারে চেষ্টা করে ব্যার্থ হয়।

পরে ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, ৪০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মাদক মজুদের ঘটনায় আটক করা হয়েছে মংখিয়াং (৪২), মংপ্রু মারমা (৫০)কে আটক করা হয়। আটকৃত দুজন সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের জুমখোলা গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটককৃত দুইজনকে থানায় সোর্পদ করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

Exit mobile version