parbattanews

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের উৎপাত

কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের উৎপাত ফের বেড়েছে। মুক্তিপণ দিয়ে মাঝিমাল্লাা উদ্ধার করতে হচ্ছে।

শনিবার(১ ডিসেম্বর) সকাল ৮টায় সোনাদিয়া চ্যানেলে কুতুবজোম ইউনিয়নের ছৈয়দুল হকের মালিকানাধীন এফবি আল্লাহর দান-৩, নুর ইসলামের মালিকানাধীন এফবি আল্লাহর দান-১, নবী হোছন মেম্বারের মালিকানাধীন এফবি জাহেদ ও মোহাম্মদ হোছনের মালিকানাধীন এফবি আল্লাহর দান-১, সহ অসংখ্য ফিশিং বোট ১লা ডিসেম্বর সকাল ৮টায় সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা ডাকাতি করে মাছ, বোটের জাল, ইঞ্জিন, সরঞ্জামাদি লুট করে মাঝিমাল্লাদের জিম্মি করে বোট মালিকদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মাঝিমাল্লাদের ছেড়ে দিয়েছে। কুতুবজোমের নবী হোছন মেম্বারের মালিকানাধিন এফবি জাহেদ ফিশিং বোটটির সব কিছু লুট করার পর মাঝিমাল্লাদের জিম্মি করে রেখেছিল। জলদস্যুরা নবী হোছন মেম্বারকে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে পরে নবী হোছন মেম্বার বিকাশে টাকা পাঠানোর পর মাঝি মাল্লাদের উদ্ধার করেছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, জলদস্যুদের হাত থেকে জেলেদের রক্ষা করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, কোনো জলদস্যুরা রেহাই পাবে না।

Exit mobile version