সোনালী ব্যাংক কর্মকর্তা আজিজা সুলতানার ইন্তেকাল


কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ার বাসিন্দা সোনালী ব্যাংক জামালখান শাখার সিনিয়র অফিসার আজিজা সুলতানা (৩৪) বৃহস্পতিবার চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্তান প্রসব পরবর্তী জটিলতায় তার পেটে টিউমার ধরা পড়ে। সিজারিয়ান অপারেশন ও পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ বছর বয়সী এক সন্তান রেখে যান।
আজিজা সুলতানা রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশয়া পাড়ার মরহুম মাস্টার মৌলানা গোলাম হোছাইনের কনিষ্ঠ কন্যা।
আজিজা সুলতানা রামুর মেরংলোয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে ২০০৮-২০০৯ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০১৯ সালে তিনি সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন এবং সর্বশেষ কর্মস্থল ছিলো চট্টগ্রাম নগরীর জামালখান শাখা।
তার স্বামী মো. আসাদুজ্জামান মামুন বিসিএস শিক্ষা ক্যাডার (৩৪তম ব্যাচ)। বর্তমানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
আজিজা সুলতানার পরিবারটি রামুর জোয়ারিয়ানালার অন্যতম শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত পরিবার। তার ভাইবোনদের অধিকাংশই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন।
পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে শরিফুল হক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আজিজুল হক রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার, খুরশিদা আক্তার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, কামরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আনোয়ারুল হক ও আতাউল হক সৌদি প্রবাসী এবং সাজেদা বেগম ও তছলিমা আক্তার গৃহিণী।
অত্যন্ত সফল ও সম্ভ্রান্ত পরিবারের সদস্য আজিজা সুলতানার মৃত্যুতে আত্মীয়-স্বজন, সহকর্মী এবং প্রতিবেশীদের মাঝে চলছে শোকের মাতম।