parbattanews

সোমবার বান্দরবান পাইনছড়া সেতুর উদ্বোধন করবেন ওবায়দুল কাদের

বান্দরবান-রাঙ্গামাটি সড়কের বালাঘাটা স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া সেতু আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হচ্ছে ২৫ নভেম্বর সোমবার। সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২০১৮-১৯ অর্থ বছরে ১০ কোটি ৪৬ লাখ টাকা ব্যায়ে ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বান্দরবান সড়ক বিভাগ (সওজ)। এই সেতুটি নির্মাণের ফলে বান্দরবান থেকে রাঙ্গামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে চলাচল পথ খুলে গেলো।

পাশাপাশি দু’পারের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হলো। এদিকে সেতুটি পর্যটকদেরও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পেয়েছে। স্বর্ণ মন্দিরে ঘুরতে যাওয়া পর্যটকরা বৈকালিক ভ্রমনে সেতুর উপর দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে ভুলছেন না।

Exit mobile version