সৌদিতে জনসম্মুখে গানের অনুমতি পেল প্রথম নারী ব্যান্ড ‘সিরা’
সৌদি আরবে প্রথমবারের মতো নারী রক ব্যান্ড ‘সিরা’ জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে। কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষশাসিত সমাজের প্রতিবন্ধকতা সত্ত্বেও ‘সিরা’ একটি নতুন যুগের সূচনা করছে। তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে নারীদের জন্য এমন পরিবেশে সংগীতের প্রতি আগ্রহ তৈরি করা তাদের প্রধান লক্ষ্য।
আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এ ব্যান্ডের মূল উদ্দেশ্য- সৌদি নারীদের সংগীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা।
পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠে ব্যান্ড সিরা। অসাধারণ গানের লাইন আর রক-আরব সংমিশ্রণ অতীতে আগে দেখা যায়নি। ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা ভাইব; যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে শ্রোতাদের মাঝে।
গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। ২০০৮ সালে দ্য একোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল। যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা।