সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২৮ জুন

fec-image

সৌদি আরবে ১৪৪৪ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির তুমাইয়ের শহর থেকে এই চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। আর ২৭ জুন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ রোববার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

মুসলমান ধমালম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এই দিনে ঈদের নামাজ শেষে সৃষ্টিকর্তাকে খুশি করতে পশু কোরবানি দেন মুসলিম সম্প্রদায়।

এদিকে, সৌদি আরব বাদেও এমিয়ার বিভিন্ন দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ ২৯ জুন। দেশটির ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। চাঁদ না দেখায় একই কথা জানিয়েছে মালয়েশিয়া। একই ঘোষণা দিয়েছে ব্রুনাই।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আরবি এই মাসের ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা। আরাফাত দিন বা হজের মূল দিন ৯ তারিখ।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরের দিন বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল আজহা, সৌদি আরব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন