parbattanews

সৌন্দর্য্য বর্ধণে বান্দরবান সড়কের দুপাশে বৃক্ষ রোপন

বান্দরবানে সড়কের সৌন্দর্য বর্ধণের লক্ষ্যে বৃক্ষ রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের বাসস্ট্যান্ড এলাকায় ‘শিক্ষায় বনপ্রতিবেশ, আধুনিক বাংলাদেশ, সবুজে থাকি, সবুজেই বাঁচি’ স্লোগানে বনবিভাগের উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।

এসময় কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র পরিচালক মোহাম্মদ শাহাজাহান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নোমান হোসেন প্রিন্স, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বিভাগীয় বন দপ্তর সূত্রে জানা গেছে, পর্যটন শহরের সড়কের সৌন্দর্য বর্ধন, ছায়া যুক্ত সড়ক এবং সড়কের স্থায়ীত্ব রক্ষায় বনবিভাগের নিজস্ব উদ্যোগে বৃক্ষ রোপন করা হচ্ছে। বান্দরবান শহরের বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম সড়কের কেরানীহাট পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়কের দু’পাশে ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছের চারা লাগানো হবে। তারমধ্যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, চাপাফুল, কাঠবাদাম, কাঞ্চন, পলাশ গাছের চারা রয়েছে। এছাড়াও পৌর শহরের সৌন্দর্য বর্ধণেও বিভিন্ন স্থানে গাছের চারা লাগানো হবে।

Exit mobile version