আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়কে নেয়া হয়েছে ভেন্টিলেশনে

fec-image

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নেয়া হচ্ছে ভেন্টিলেশনে। কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।

তারা জানান, রবিবার (২৫ অক্টোবর) রাতে তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের প্রভাবে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তার হৃদযন্ত্র ও লিভারসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, তার শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে।

তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিকেল টিম।

সৌমিত্র দুই সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, ভেন্টিলেশনে, সৌমিত্র চট্টোপাধ্যায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন