স্থানীয় জলবায়ু উদ্বাস্তু ক্ষুদ্র-নৃগোষ্ঠী উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়মেলা

fec-image

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় জলবায়ু উদ্বাস্তু ও উপকূলীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়মেলা। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের পূর্ব বাজারঘাটাস্থ আবু সেন্টার প্রাঙ্গণে ৩ দিনের এই বিক্রয়মেলা শুরু হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন পালস্ এর উদ্যোগে চলা এই বিক্রয় মেলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার উইমেন চেম্বার এর সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা পারভীন।

এই সময় উপস্থিত ছিলেন পালসের প্রতিষ্ঠাতা এবং অবৈতনিক নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী খোকা, সহকারী পরিচালক এডমিন এন্ড ফিনান্স প্রশান্ত মিত্র, পালস্ বিএমজেড-পিটি এর প্রকল্প প্রধান মো: খায়রুল আলম সহ পালস্ এর অন্যান্য কর্মকর্তা ও চেম্বার অফ কমার্স এর পরিচালক আজমল হুদা।

পালস্ এর উদ্যোগে গত ২০২২ থেকে পালস্ বিএমজেড- পিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল সরকারি আশ্রয়ন প্রকল্প এবং চৌফলদন্ডী ইউনিয়নের মোট ২১০ জন সুবিধা বঞ্চিত মহিলাকে বিকল্প জীবিকায় সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করার লক্ষে বাজার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এবং বিপণনের লক্ষ্যে জলবায়ু উদ্বাস্তু এবং এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের এমব্রয়ডারি, ব্লক বাটিক,হস্তশিল্প, হাতের তাত এবং সেলাই এর উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।পরবর্তীতে বাজার সংযোগ স্থাপনের জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। তিন দিন ব্যাপী চলা এই প্রদর্শনী এবং বিক্রয় মেলায় তাদেরই উৎপাদিত অন্য সামগ্রী বিপণণ এবং বাজারজাতকরণের লক্ষে প্রদর্শন করা হয়। উল্লেখ্য, ৮টি দলে বিভক্ত মহিলাদের মৌলিক হিসাব-নিকাশ এর উপর বিশেষ প্রশিক্ষণ শেষে পণ্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ সঞ্চয়ের জন্য দল ভিত্তিক ব্যাংক একাউন্ট খোলা হয়। এই প্রকল্পের মাধ্যমে সমুদ্র সম্পদ নির্ভরশীল চৌফদন্ডীর ক্ষুদ্র নৃগোষ্ঠীকে তাদের বিলুপ্তপ্রায় জীবিকার মূল মাধ্যম হাত এবং কোমরের তাতকে বাজার চাহিদা ভিত্তিক নতুন আঙ্গিকে পুনরুজ্জীবিত করা এবং সরকারি আশ্রয়ন প্রকল্পে আশ্রিত কর্মহীন জলবায়ু মহিলাদের বিকল্প জীবিকায়নের ক্ষেত্র সৃষ্টি করা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন