parbattanews

স্থানীয়দেরও সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমার থেকে আগত শুধুমাত্র রোহিঙ্গাদেরই নয়, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদেরও সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বসত ভিটায় ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিপুল পরিমাণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কীভাবে এ ক্ষতি পুষিয়ে নেয়া যায় এবং পূর্বের পরিবেশে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করবে।’এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের উপ-সচিব মিজানুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version