parbattanews

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলালুদ্দিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে তিনি সড়ক পথে প্রথমে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছেন। এসময় তাকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী ও কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে ইনচার্জ রেজাউল করিম অর্ভথ্যনা জানান।

সেখানে পৌঁছে সচিব কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের কর্মরত এনজিও আইএনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। ক্যাম্প পরিদর্শনকালে সচিবের সাথে ছিলেন, এডিসি সরওয়ার কামাল।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী ফেসবুকে এক প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ সড়কের বেহাল অবস্থা দেখে গেছেন। তিনি দ্রুত সড়ক উন্নয়নের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

Exit mobile version