কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় দু’জন নিখোঁজ, আহত ৭


রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুবাহী বোটের সাথে স্পিডবোট দুর্ঘটনায় দুজন নিখোঁজ হয়েছে। আহত হয়েছেন আরো ৭ জন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে লংগদু উপজেলার কাট্টলীবিল বাজার এলাকার হ্রদে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, বাঘাইছড়ি উপজেলার ক্যাংড়াছড়ি গ্রামের বাসিন্দা লিটন চাকমা (২৯) এবং বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের বাসিন্দা এলোমিনা চাকমা (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্পিডবোট চালক রিমেল চাকমা বাঘাইছড়ির উপজেলার শিজকছড়া থেকে স্পিটবোটে যাত্রী নিয়ে রাঙ্গামাটি আসার সময় পথিমধ্যে লংগদু উপজেলার কাট্টলীবিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী বোটের সাথে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। ফলে ঘটনাস্থলে দু’যাত্রী হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হয়। অপর ৭ যাত্রী আহত হন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটিতে নিয়ে আসা হয়। তারা সকলে রাঙামাটির কঠিন চীবর দানোৎসবে যোগ দিতে যাত্রা করেছিলেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বর্তমানে অভিযান বন্ধ রাখা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে আবার অভিযান শুরু করা হবে।