parbattanews

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতা পুর্ণতা পেয়েছে’

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, আগামিতে দেশে কোন গরীব লোক থাকবে না, এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন ইলাহীর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক এহছানুল করিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, সহসভাপতি এম আজিজুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়াসহ উপস্থিত নেতারা।

তিনি পরপর তিনবার বিজয়ী নেত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি প্রধানমন্ত্রী বলেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। ক্ষুধা, গৃহহীন ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়াই ছিল জাতির জনকের স্বপ্ন।

তিরি বলেন, আওয়ামী লীগ জালাও পড়াও এর রাজনীতিতে বিশ্বাসী নয়। কোন আগুন সন্ত্রাসীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। তিনি আরো বলেন, ইতোমধ্যে গোরকঘাটা জনতা বাজার সড়ক পুনঃ নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পথে। গোরকঘাটা-শাপলাপুর সড়কের সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে মহেশখালীর উন্নয়ন আরো তরাস্বিত হবে। আমরা সবাইকে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, আগামিতে গ্রাম হবে শহর। গ্রামের লোকজন সহজেই শহরের সুবিধা ভোগ করবে। খুব অল্প সময়ের মধ্যেই মহেশখালী-কক্সবাজার ফেরী সার্ভিস চালু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মোস্তাক আহমদ তালুকদার, জাফর আলম জফুর, রবিউল আলম, এনামুল করিম, রফিকুল ইসলাম, প্রণব কুমার দে, নুরুল আমিন, আবদু সামাদ, সেলিম চৌধুরী, আবদুর রহিম, রিপন উদ্দিন, যুবলীগের মামুন ও ছাত্রনেতা শাহনেওয়াজ সানু।

Exit mobile version