স্বাভাবিক জীবনে ফিরতে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীর আত্মসমর্পণ
স্বাভাবিক জীবনে ফিরে আসতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের এক সদস্য আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
জানা যায়, সে দীর্ঘদিন ধরে সশস্ত্র এ সংগঠনের সাথে জড়িত ছিল। স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছেন তিনি।
তিনি রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের বাসিন্দা।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আত্মসমর্পণকারীর বিরুদ্ধে রাজস্থলী থানায় মামলা থাকায় তাকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: জেএসএস, রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment