স্বাস্থ্যবিধি ও মাস্ক না থাকায় জরিমানা
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশংকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে মানিকছড়ি প্রশাসন।
শুক্রবার বিকেলে সহকারী কমিশনার( ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বাজার, আমতল এলাকা ও বাসযাত্রীর মাঝে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান না করায় ১১ ব্যক্তি ২৩০০ শ টাকা জরিমানা করেছেন।
তিনি জানান, এখন থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার ওপর কড়াকড়ি আরোপ অব্যাহত থাকবে।
ঘটনাপ্রবাহ: জরিমানা, মানিকছড়ি
Facebook Comment