সড়ক থেকে সিএনজিসহ রোহিঙ্গা চালককে ধরে পুলিশে সোপর্দ

fec-image

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে গাড়ি চালানোর অপরাধে দুই রোহিঙ্গাকে একটি নাম্বারবিহীন সিএনজিসহ আটক করেছে স্থানীয় জনপ্রতিনিধি পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। আটক দুই রোহিঙ্গাদের মধ্যে একজন চালক অপরজন তার সহযোগী।

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার থাইংখালী বাজার থেকে তাদের আটক করা হয়। পরে হাইওয়ে পুলিশকে খবর দেন স্থানীয় এ জনপ্রতিনিধি।

আটককৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৮ এর মৃত আব্দুল মালেকের ছেলে মো. তোহা ও ক্যাম্প ৮ এর মৃত আব্দুল রকির ছেলে আনোয়ার।

আটক গাড়ির মালিক কুতুপালং কচুবনিয়া এলাকার স্থানীয় জনৈক আব্দু রহিমের বলে জিজ্ঞাসাবাদে জানায় ওই দুই রোহিঙ্গা।

স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রতিদিন শতশত রোহিঙ্গা অবৈধভাবে প্রধান সড়কে এসে গাড়ি চালায়। সামনে পেলে আটক করে প্রশাসনকে অবগত করি। তারা ক্যাম্পের ভেতরে গাড়ি চালালে আমাদের সমস্যা নাই।

শাহপুরী হাইওয়ে পুলিশ জানায়, আটককৃত রোহিঙ্গা ও গাড়ির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা, সিএনজিসহ, সোপর্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন