parbattanews

সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হতে হবে

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণে গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (২২অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিসি বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই জানমালের ক্ষতি এড়াতে চালক, মালিক সকলকে সচেতন হতে হবে।

অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন এর সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, বাংলাদেশ টেলিভিশন রাঙামাটি উপকেন্দ্রের উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তৃরা করেন।

Exit mobile version