parbattanews

সড়ক পরিবহন আইন সচেতনতায় রাঙামাটি পুলিশের লিফলেট বিতরণ

যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ

নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ সচেতনতা বৃদ্ধিকল্পে রাঙামাটি পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল থেকে জেলা শহরে যানবাহন চালকদের মাঝে এ সব লিফলেট বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ।

ছুফি উল্লাহ বলেন, সরকারের নির্দেশনা মেনে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকাল থেকে পরিবহন চালক, মালিকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করার জন্য রাঙামাটি পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ লিফলেট বিতরণের উদ্দেশ্যে হলো- যানবাহনের সাথে সংশ্লিষ্ট সকলে এ আইনের নির্দেশনা মেনে চলা। আইন মানলে যানবাহন খাতে যেমন সুশৃঙ্খলা ফিরে আসবে তেমনি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে যোগ করেন তিনি।

এ সময় সহকারি পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইসমাইলসহ রাঙামাটি জেলা পুলিশের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version