হজের আনুষ্ঠানিকতায় মিনায় সমবেত সবাই


হজের আনুষ্ঠানিকতার মধ্যে ঢুকে গেছেন হজ করতে সৌদি আরবে যাওয়া ব্যক্তিরা; সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরে মিনার উদ্দেশে যাত্রার মাধ্যমে যা শুরু হয়েছে।
অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীর মিনায় সমবেত হয়েছেন। বুধবার (৮ জিলহজ) তারা সেখানে পৌঁছেছেন।
বুধবার ফজর (ভোরের নামাজ) পড়ে যোহরের ওয়াক্তের আগেই মিনায় পৌঁছাতে হয়। যাবার পথে তাদের কণ্ঠে থাকে লাব্বাইক আল্লাহুম্মা…।
হজ করতে আগ্রহীদের মিনার উদ্দেশে যাত্রা করার মাধ্যমে শুরু হয়েছে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হজের এই আনুষ্ঠানিকতা। সামর্থ্য রয়েছে এমন নারী বা পুরষের জীবনে একবার হজ পালন অবশ্যকরণীয়।
বাংলাদেশের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিকও মিনায় অবস্থান করছেন বলে বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনার বিস্তীর্ণ প্রান্তর এখন মুখরিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। হাজীদের পরিধেয় সেলাইবিহীন শুভ্র দু’টুকরো কাপড়। বিত্ত-বৈভব, কামনা-বাসনাকে পরিত্যাগ করে হাজীরা আল্লাহর সান্নিধ্য ও ক্ষমাপ্রত্যাশী।
মিনা থেকে বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার আগে আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন হাজীরা এবং পৌঁছাতে হবে যোহরের আগে।
এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশ থেকে গেছেন প্রায় ১৪ লাখ ৭০ হাজার। এরসঙ্গে স্থানীয় হজযাত্রী মিলে এ সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।