হজের আনুষ্ঠানিকতা শেষে ফেরার প্রস্তুতি শুরু


হজের সকল আনুষ্ঠোনিকতা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি হজ ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। শেষ দিনের মত মিনায় তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করছেন হাজিরা।
কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে। এদিকে, বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন আরো ২ হাজি।
সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২২ জন।
বিগত বছরের তুলনায় এবছর সুষ্ঠু ভাবে হজ সম্পন্ন হয়েছে দাবি ধর্ম উপদেষ্টার।
বাংলাদেশ থেকে এ বছর হজ্বে অংশগ্রহণ করেন ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন।
চলতি হ্জ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আইন লংঘন করায় গ্রেফতার করে।